AdSpot-1

Class 9 English – Opinion Matters

লেখক:
প্রকাশিত হয়েছে: ১০ মাস আগে
Class 9 English

Class 9 English – Opinion Matters : ৯ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কেমন চলছে তোমাদের পড়াশুনা? নিশ্চয়ই খুব ভালো?

আচ্ছা, তোমরা কি লক্ষ্য করেছো, তোমাদের ইংরেজি পাঠ্যবইয়ের experience বা অধ্যায়ের সংখ্যা ১২টি? এই ১২টি experience-এর ১মটি হচ্ছে Opinion Matters.

এখানে ’Opinion’ শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ ’মতামত’। আর ‘Matters’ শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ ‘গুরুত্বপূর্ণ’। অর্থাৎ, ‘Opinion Matters’-এর বাংলা অর্থ হচ্ছে, ‘মতামত গুরুত্বপূর্ণ’।

Opinion Matters অধ্যায়ের বিষয়বস্তু

এই অধ্যায়ে আমরা Fact ও Opinion-এর মধ্যে পার্থক্য করা শিখবো। নিচে Fact ও Opinion সম্পর্কে কিছু সাধারণ ধারণা দেয়া হলো:

Fact বলতে কি বোঝায়?
Fact হচ্ছে সেই সব statement যা সব সময় সত্য। বই পড়ে বা ইন্টারনেট ঘেঁটে বা অনুসন্ধান চালিয়ে Fact প্রমাণ করা যায়। যেমন: “Mango is a Fruit” [🥭]
উপরের বাক্যটি একটি Fact. কেননা, এই statement সব সময় সত্য। আমরা সবাই জানি, আম একটি ফল।

Opinion বলতে কি বোঝায়?
Opinion হচ্ছে তোমার ধারণা বা অনুভূতি। Opinion প্রমাণ করা যায় না। একেক জনের Opinion একেক রকম হতে পারে। যেমন: “Mango is the king of all fruits” [🥭]
তোমার মনে হতে পারে, আম হলো ফলের রাজা। কারণ, তোমার সবচেয়ে পছন্দের ফল হচ্ছে আম। আবার অনেকের কাছে মনে হতে পারে- লিচু হলো ফলের রাজা। কেননা, তার কাছে লিচু সবচেয়ে মজার ফল। [🍒]

Class 9 English – Opinion Matters এর সকল Activity

Opinion Matters অধ্যায়ে মোট ৭টি Activity রয়েছে। নির্দিষ্ট Activity অনুশীলন করতে সংশ্লিষ্ট লিংকে ক্লিক করো।

Activity 1.1.1. (ছবি দেখে fact চিহ্নিত করতে হবে এবং ছবির বিষয়ে opinion প্রদান করতে হবে।)
– Image: 1 (Sundarbans the mangrove forest)
– Image: 2 (National Martyrs’ Memorial)
– Image: 3 (Bangabandhu Satellite)
– Image: 4 (Alexandar Graham Bell)

Activity 1.2.1. (টেক্সট থেকে fact ও opinion চিহ্নিত করতে হবে এবং লেখকের opinion কিভাবে আমাদের প্রভাবিত করে তা লিখতে হবে।)
– Text-1 (Bangabandhu’s speech at the United Nations)
– Text-2 (Wonders of Egypt!)

– Text-3 (Endangered Animals of Bangladesh)

Activity 1.3.1. (fact ও opinion সম্পর্কে বিস্তারিত জানতে একটি নিবন্ধ পড়তে হবে।)
– A note on Facts and Opinions

Activity 1.3.2. (নিবন্ধ থেকে fact ও opinion-এর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করতে হবে।)
– Characteristics of facts and opinions

Activity 1.3.3. (টেক্সট থেকে fact ও opinion চিহ্নিত করতে হবে। এরপর, fact ও opinion আলাদাভাবে চেনার কৌশলগুলো লিখতে হবে। সবশেষে, লেখকের মতামত কিভাবে পাঠককে প্রভাবিত করে তা লিখতে হবে।)
– Text 1 (Ernest Hemingway)
– Text 2 (Theodore Roosevelt)

Activity 1.4.1. (চিহ্নিত বাক্য থেকে fact ও opinion চিহ্নিত করতে হবে। বাক্যগুলো কেন fact বা opinion তার কারণ বিশ্লেষণ করতে হবে।)
– Touch a New Height

Activity 1.4.2. (নির্ধারিত বিষয়ে fact-based এবং opinion-based অনুচ্ছেদ বা passage লিখতে হবে।)
– Impacts of Technology on Students
– Online or Offline Class
– Student’s Responsibility towards Community
– Human Activities that Affect the Environment
– Your Relationship with Your Parents
– The Influence of Women in Your Community

Class 9 English – Opinion Matters Vocabulary

নতুন নতুন English শব্দ শেখার মাধ্যমে আমরা আমাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করতে পারি। Opinion Matters অধ্যায়ের উল্লেখযোগ্য নতুন English শব্দগুলো নিচে দেয়া হলো।

WordSynonymBangla meaningSentence making
ProcessionParade or MarchমিছিলThey brought out a procession on the occasion of Pahela Baisakh
ProfoundDeepগভীরWe have a profound love for our country
InitiativesStepsউদ্যোগThe government has taken many initiatives to improve the condition of the life of the people.
PoachingHunt illegallyঅবৈধভাবে শিকার করাPoaching wildlife is a great offence.
AdditionallyIn additionএছাড়াওAdditionally, the animals are protected by the government.
IntricateComplicatedজটিলThe AI mechanism is extremely intricate and very difficult.
InaugurateInitiateশুরু করাThe chief guest inaugurated the sports competition.
ImmenseEnormous or HugeবিশালThey made an immense improvement in English.
DistinguishDifferentiateপার্থক্য করাYou should have the knowledge to differentiate between right and wrong.
DemonstrateRevealপ্রদর্শনHe demonstrated his skill at the time of need.
ContemporaryLiving at the same timeসমসাময়িকChristopher Marlowe was a contemporary dramatist of Shakespeare
CharismaticCharmingআকর্ষণীয়Bangabandhu was a charismatic leader and inspired millions of people for our independence.
EmphasizeGive special importanceজোর দেয়াWe should emphasize on corruption-free Bangladesh.
StriveMake great effort to achieve something/ endeavourপ্রচেষ্টাWe all must strive to do the best for our country.
EncompassEncloseবেষ্টন করাThe whole place was encompassed with a wall for the safety of the animals.
Vocabulary from Fact and Opinion

Important Links :

– Class 9 English – এর সকল পোস্ট পড়তে ক্লিক করো।

– Class 9 English – এর পাঠ্যবই পড়তে ক্লিক করো।

– কপিরাইট ©agdum.com

Comment here. (Refresh the page, if not working)
AdSpot-4
AdSpot-5
AdSpot-7
আমার ক্লাসের পড়া
খুঁজে দেখি
AdSpot-6