AdSpot-1

Kung Fu Panda 4 Bangla – কুং ফু পান্ডা ৪

লেখক:
প্রকাশিত হয়েছে: ২ মাস আগে
Kung Fu Panda 4 Bangla

Kung Fu Panda 4 Bangla : “পো” নামের পান্ডাকে “ড্রাগন ওয়ারিয়র” হিসেবেই বেশি চেনে “ভ্যালি অফ পিস”-এর বাসিন্দারা। কিন্তু সেই পদে এখন অন্য কাউকে নিয়োগ দিতে চান “মাস্টার শিফু”। অবশ্য, পো-কে “স্পিরিচুয়াল লিডার” পদে পদন্নতি দিয়ে, তার পর। কিন্তু পো-এর কাছে ড্রাগন ওয়ারিয়র পদই বেশি প্রিয়।

এ নিয়ে পো-এর মনে যখন ঝড় বইছে, তখনই “ঝেন” নামের এক চোর-শিয়ালের সাথে তার দেখা হয়। ঝেন “জেড প্যালেস”-এ কুং ফু মাস্টারদের পুরোনো অস্ত্রগুলো চুরি করতে যায়। কিন্তু পো-এর কাছে ধরা পরে এবং বন্দি হয়। তার কাছেই পো জানতে পারে যাদুকর-গিরগিটি “ক্যামেলিওন”-এর কথা।

ক্যামেলিওন যে কোনো প্রাণির অবয়ব ধারণ করতে পারে। এক নিমিষেই চুরি করে নিতে পারে কুং ফু মাস্টারদের যুদ্ধের কলাকৌশল। এভাবে সে নিজেকে অপ্রতিরোধ্য ভিলেনে পরিণত করতে চায়। দেরি না করে, ঝেন-কে সাথে নিয়ে ক্যামেলিওনকে পরাজিত করার অভিযানে বের হয় পো।

পথিমধ্যে পো ও ঝেন-এর মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। দু’জন মিলে বিভিন্ন ছোট-খাটো ভিলেনের মোকাবেলা করতে থাকে। এদিকে, পো-এর খোঁজে বের হয় তার পালক পিতা “পিং” আর জন্মদাতা পান্ডা “লি শ্যান”।

ক্যামেলিওনের প্রাসাদ যে শহরে, তার নাম “জুনিপার সিটি”। এই শহরে ঝেন-এর চোর-বন্ধুদের ডেরায় যায় পো। এই চোরদের সুপথে ফিরিয়ে আনতে চেষ্টা করে ব্যর্থ হওয়া পো আবার ক্যামেলিওন অভিযানে পা বাড়ায়।

হাজার রকমের বাধা-বিপত্তি পেড়িয়ে পো যখন ক্যামেলিওনের মুখোমুখি, ঠিক তখনই জানতে পারে, বন্ধু মনে করা তার সহযোগী ঝেন আসলে ক্যামেলিওনেরই গুপ্তচর।

বন্দি হয় পো। অন্যদিকে, পো-এর সরলতা, সততা ও পরোপকারী ব্যক্তিত্বের স্মৃতি স্মরণ করে ঝেন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। ডেরা থেকে নিজের চোর-বন্ধুদের নিয়ে পো-কে উদ্ধার করতে ক্যামেলিওনের প্রাসাদে ফের হামলা চালায়। পিং ও লি শ্যান-ও তাদের সাথে যোগ দেয়।

এদিকে, যাদুকর ক্যামেলিওন বন্দি পো-এর কাছ থেকে “স্টাফ অফ উইসডোম” নামের লাঠি ছিনিয়ে নেয়। লাঠিটি দিয়ে “স্পিরিট রেলম” থেকে কুং ফু মাস্টারদের ডেকে এনে তাদের সকল কুং ফু লড়াইয়ের কলাকৌশল চুরি করে নিতে থাকে। গত তিন পর্বে পো-এর হাতে পরাজিত তাই লং, লর্ড শেন ও জেনারেল কাই-ও ক্যামেলিওনের যাদুটোনা থেকে বাদ পরে না।

এদিকে, পো তো আর ছেড়ে দেয়ার পাত্র না। বন্দিত্ব থেকে নিজেকে মুক্ত করে আবারো ক্যামেলিওনের মোকাবেলায় সে হাজির হয়। এবার ঝেন-ও তার সাথে যোগ দেয়। ক্যামেলিওয়নের সাথে তাদের তুমুল লড়াই চলতে থাকে। এক পর্যায়ে পো আবারও বন্দি হয়। কিন্তু বন্দি অবস্থা থেকেই ঝেন-কে ফের বিশ্বাস করে পো স্টাফ অফ উইসডোম এগিয়ে দেয়।

ঝেন এবার আর ভুল করে না। এক আঘাতেই ক্যামেলিওন-কে কাবু করে ফেলে। পো নিজেকে মুক্ত করে ক্যামেলিওনকে চূড়ান্তভাবে পরাজিত করে। সকল কুং ফু মাস্টাররা তাদের চুরি যাওয়া যুদ্ধকৌশল ফিরে পান।

এরপর স্পিরিট রেলম থেকে ফেরা পো-এর পুরোনো শত্রু তাই লং, লর্ড শেন ও জেনারেল কাই পো-কে সম্মান দেখিয়ে ক্যামেলিওন-কে সাথে নিয়ে স্পিরিট রেলম-এ ফিরে যায়।

ভ্যালি অফ পিস-এ ফিরে আসে পো, ঝেন, পিং ও লি শ্যান। মাস্টার শিফু-এর কাছে ঝেন-কে নতুন ড্রাগন ওয়ারিয়র হিসেবে  নিয়োগের জন্য পো মনোনীত করে। পো-এর এমন সিদ্ধান্তে মাস্টার শিফুকে দৃশ্যত খুশি মনে না হলেও ফিউরিয়াস ফাইভ-এর পাঁচ সদস্য- “টাইগ্রেস”, “ম্যানটিস”, “মাংকি”, “ক্রেইন” ও “ভাইপার” ঝেন-কে সাদরে গ্রহণ করে এবং প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে নতুন ড্রাগন ওয়ারিয়র-কে বরণ করে নেয়।

Kung Fu Panda 4 Bangla

আগডুম ডট কম-এ আরো রিভিউ দেখতে ক্লিক করুন।

Comment here. (Refresh the page, if not working)
AdSpot-4
  • Kung Fu Panda
  • Kung Fu Panda Bangla
  • কুং ফু পান্ডা
  • কুং ফু পান্ডা বাংলা
  • AdSpot-5
    AdSpot-7
    আমার ক্লাসের পড়া
    খুঁজে দেখি
    AdSpot-6