Class 9 English Activity 1.1.1 Alexandar Graham Bell : প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পোস্টে আমরা ৯ম শ্রেণির ইংরেজি বিষয়ের Opinion Matters অধ্যায়ের Activity 1.1.1. এর Image-4 (Alexandar Graham Bell) লেসনটি পড়বো।
এই লেসনের Activity
– Look at the image (ছবিটি দেখো)
– Form pairs or groups (জোড়া বা দল গঠন করো)
– Discuss, what facts does the image depict. (ছবিটিতে কি দেখতে পাচ্ছো, আলোচনা করো)
– Describe, what you would do if you were present in this special moment. (ছবির বিশেষ এই মুহূর্তে সেখানে উপস্থিত থাকলে তুমি কি করতে তা বর্ণনা করো)
IELTS বা এ জাতীয় ভাষাগত দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় Speaking টেস্টের অংশ হিসেবে অনেক সময় ছবি দেখে সে বিষয়ে কথা বলতে বলা হয়।
তাই এই লেসনটি ভালোভাবে অনুশীলন করলে ভবিষ্যতে বিভিন্ন ভাষাগত দক্ষতা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ তোমাদের জন্য সহজ হবে।
ছবি থেকে কিভাবে Fact খুঁজে বের করতে হয়
– ছবিটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। ছবিতে যা দেখা যাচ্ছে, তা চিহ্নিত করতে হবে।
– এভাবে শুরু করতে পারো: ‘In this picture…’, ‘There is… or There are…’, ‘The image depicts…’
– ছবিতে যে ঘটনা ঘটছে তা present continuous tense এ বর্ণনা করতে পারো: ‘The man is …ing’
– ছবির কোন অংশে কি দেখা যাচ্ছে, তা বর্ণনা করতে ‘At the top of the picture’, ‘At the middle of the photo’, ‘next to’, ‘near’, ‘under’, ‘behind’, ‘in front of’, ‘on the left’ ইত্যাদি ব্যবহার করতে পারো।
চলো দেখে নিই, What facts does the photo depict? এই প্রশ্নটির উত্তর আমরা কিভাবে তৈরি করতে পারি। ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং ছবির বিষয়বস্তুগুলো গুলো চিহ্নিত করি।
– “Alexander Graham Bell”, (আলেক্সান্ডার গ্রাহাম বেল)
– “Telephone” (টেলিফোন),
এবার এই কিওয়ার্ডগুলো দিয়ে একটি আর্টিকেল তৈরি করি। What facts does the photo depict? এই প্রশ্নের sample answer–টি এমন হতে পারে:
The image depicts Alexander Graham Bell. ছবিতে আলেকজান্ডার গ্রাহাম বেল-কে দেখা যাচ্ছে। He is the inventor of telephone. তিনি টেলিফোন উদ্ভাবন করেন।
এবার দ্বিতীয় প্রশ্নটি দেখা যাক।
Look at the photo again. ছবিটি আবার দেখো। What would you do if you were present in this special moment? ছবির বিশেষ এই মুহূর্তে সেখানে উপস্থিত থাকলে তুমি কি করতে তা বর্ণনা করো।
ছবি দেখে কিভাবে Opinion শেয়ার করতে হয়
ছবির যে বিষয়গুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তবে ধারণা করা যাচ্ছে, সে বিষয়গুলো তোমার Opinion হিসেবে বলতে পারো। এ ধরনের বক্তব্য দেয়ার সময় ‘It looks like…’, ‘I think…’, ‘May be it is a…’ এভাবে শুরু করতে পারো।
What would you do if you were present in this special moment এই প্রশ্নের sample answer–টি এমন হতে পারে:
If I were present at that moment, I would request Alexandar Graham Bell to talk to me with his new invented telephone, making me one of the first persons talking over the telephone in the history.
তোমরা নিশ্চয়ই Alexandar Graham Bell সম্পর্কে আরো অনেক কিছু জানতে ইচ্ছুক। তাই তোমাদের জন্য Alexandar Graham Bell সম্পর্কে কিছু Fact শেয়ার করা হলো:
Alexander Graham (উচ্চারণ: গ্রায়াম) Bell was an inventor, a scientist and a teacher.
অ্যালেক্সান্ডার গ্রাহাম বেল ছিলেন একজন উদ্ভাবক, একজন বিজ্ঞানী এবং একজন শিক্ষক।
He is best known as the “Father of the telephone”.
‘টেলিফোনের জনক’ হিসেবেই তিনি বেশি পরিচিত।
Bell was born in Scotland, spent his work-life in the USA and died in Canada.
বেল-এর জন্ম স্কটল্যান্ডে, কর্মজীবন আমেরিকায় আর মৃত্যু কানাডায়।
In 1876 he became the first person to transmit intelligible words through electric wire to his assistant Watson. He said, “Watson, come here, I want you.”
১৮৭৬ সালে তিনি প্রথম ব্যক্তি হিসেবে বৈদ্যুতিক তার ব্যবহার করে বোধগম্য শব্দ প্রেরণ করেন। সহযোগী ওয়াটসনের প্রতি সেই টেলিফোন বার্তায় তিনি বলেছিলেন, “Watson, come here, I want you”.
He patented the telephone in the same year.
একই বছর তিনি নিজের আবিষ্কৃত টেলিফোন প্রযুক্তিকে নিজের নামে পেটেন্ট করেন।
He cofounded Bell Telephone Co.
তিনি ছিলেন ‘বেল টেলিফোন কোম্পানি’-এর সহ-প্রতিষ্ঠাতা।
The photo depicts, Alexander Graham Bell ceremonially inaugurating the first New York-to-Chicago telephone line in 1892.
ছবিতে দেখা যাচ্ছে, গ্রাহাম বেল ১৮৯২ সালে নিউইয়র্ক থেকে শিকাগো টেলিফোন লাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন।
In addition to the telephone, he invented various instruments including photophone and graphophone.
টেলিফোন ছাড়াও photophione, graphophone – সহ বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেন।
Bell’s father was a teacher of the hearing-impaired students.
বেল-এর বাবা ছিলেন শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষক।
গুরুত্বপূর্ণ লিংক
– Class 9 English – এর সকল পোস্ট পড়তে ক্লিক করো।
– Class 9 English – এর সকল ভিডিও লেকচার দেখতে ক্লিক করো।
– Class 9 English – এর পাঠ্যবই পড়তে ক্লিক করো।
– সুন্দরবন সম্পর্কে বিস্তারিত জানাতে ক্লিক করো।
– কপিরাইট ©agdum.com