বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে গল্পটি একটি ঈশপের গল্প।
বিড়ালের অত্যাচারে অতীষ্ঠ ইঁদুর সমাজ। খাবারের খোঁজে তারা যেখানেই যায়, পা টিপেটিপে সেখানেই হাজির হয় নিষ্ঠুর বিড়ালটি। আর সুযোগ পেলেই গপাগপ খেয়ে নেয় দু-চারটি ইঁদুর।
ইঁদুরদের আজ সভা বসেছে। অনেক আলোচনা হয়, কিন্তু সমাধান আসে না কোনো।
হঠাৎ, ছোট্ট একটি ইঁদুর চেচিয়ে ওঠে, “আরে, এতো সহজ কাজ! বিড়ালের গলায় একটা ঘণ্টা বেঁধে দিলেই তো হয়। যখনই সেই ঘণ্টার শব্দ শুনবো, আমরা দৌঁড়ে পালিয়ে যাবো।”
ইঁদুর সমাজ বেজায় খুঁশি। যাক, অবশেষে মিললো সঠিক সমাধান।
এমন সময় এক বুড়ো ইঁদুর এগিয়ে এলো। শান্ত কণ্ঠে বললো, “পরিকল্পনা সুন্দর। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবেটা কে?”
কথা বলা সহজ, কিন্তু কাজ করে দেখানো কঠিন
– আরও গল্প পড়তে ক্লিক করো।
– গল্পের উৎস দেখতে ক্লিক করো।