সফল হওয়ার উপায় কে না জানতে চায়? তবে আগে জেনে নিই ‘সাফল্য’ বলতে কী বোঝায়?
‘সাফল্য’ একেক জনের কাছে একেক রকম। এই যেমন, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে ‘এ প্লাস’ পাওয়া হলো ‘সাফল্য’।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের কাছে আবার সাফল্য মানে পছন্দের বিষয়ে চান্স পাওয়া।
এই একই মানুষ যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোয়, তখন তার কাছে সাফল্য হলো একটি সরকারি বা বেসরকারি চাকরি।
অর্থাৎ, জীবনের একেক পর্যায়ে সাফল্যের মানদণ্ড পরিবর্তিত হয়।
তবে, সাফল্যের একটি ইউনিভার্সাল সংজ্ঞা দেয়া যায় এভাবে, মানুষ যে লক্ষ্য স্থির করে, তা অর্জনের নামই ‘সাফল্য’।
সফল মানুষদের আচরণ নিয়ে পৃথিবীতে বিস্তর গবেষণা হয়েছে। লেখা হয়েছে শতশত বই-পুস্তক।
এই সব বিশ্লেষণ থেকে সফল মানুষদের কিছু কমন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই সব বৈশিষ্ট্য নিয়েই আমাদের আজকের এই পোস্ট।
কবি সুনির্মল বসু লিখেছিলেন,
“বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।”
সফল মানুষেরা প্রতিটি দিনের একটি নির্দিষ্ট সময় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য বিনিয়োগ করেন।
যেসব মানুষেরা আত্ম-উন্নয়নে মনোযোগ দেন না, তারা ধীরে ধীরে সাফল্যের পথ থেকে ছিটকে পড়েন।
সময়কে তারা গুরুত্ব দেন, সময়ের কাজ সঠিক সময়ে শেষ করেন।
তারা অর্থ অপচয় করেন না। ব্যয়ে তারা পরিমিত।
সুসময়ে তারা সঞ্চয় করেন। ফলে সময় বা অর্থের অপচয়ের কথা ভেবে তাদের আফসোস করতে হয় না।
তারা আপন লক্ষ্যে অবিচল। তারা বর্তমান সময় নিয়ে সচেতন। নিজের কাজে তারা মনোযোগী।
অন্যদিকে, ব্যর্থ মানুষেরা জেগে থেকেও ঘুমন্ত। বাস্তবতা সম্পর্কে তারা অচেতন। অপ্রয়োজনীয় বিষয় নিতে তারা ব্যস্ত থাকেন।
ফলে, যে কাজ করা তাদের জন্য গুরুত্বপূর্ণ, তারা তা ভুলে যান।
সাময়িক ব্যর্থতা এলেও তারা ব্যর্থতাকে মেনে নিয়ে সাফল্যের পথে সংগ্রাম চালিয়ে যান। নিজেদের লক্ষ্য অর্জনে লেগে থাকেন।
অন্যদিকে, ব্যর্থরা হাল ছেড়ে দেয়। অল্পতেই হতাশ হয়ে পড়ে।
ধীরে ধীরে ও সুদৃঢ়ভাবে তারা নিজেদের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যান।
প্রতিদিনের ছোট ছোট পরিকল্পিত কাজই একদিন তাদের সাফল্য এনে দেয়।
তারা নতুন দিনের স্বপ্ন দেখেন। তবে তাদের ‘স্বপ্ন’ কেবল অলীক কল্পনা নয়; বরং সফল মানুষদের স্বপ্ন তাদের শক্তি।
সাফল্যের স্বপ্ন তাদেরকে লক্ষ্য থেকে বিচ্যুত হতে দেয় না।
সফল মানুষেরা নিজে যেমন ইতিবাচক মানসিকতার, তেমনি তারা নিজেদের চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের বলয় তৈরি করেন।
কথায় বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নেতিবাচক মানসিকতার মানুষ নিজে যেমন এগুতে পারে না, তারা অন্যকেও এগিয়ে যেতে দেয় না।
আপনার আগামীর সাফল্যগাঁথা শোনার অপেক্ষায় আজকের মতো ইতি টানছি। ভালো থাকুন, নিজের স্বপ্নের যত্ন নিন। ধীরে ধীরে হয়ে উঠুন একজন সফল ব্যক্তি!
agdum.com এর ব্লগ পড়তে >> Click << করুন।
তথ্যসূত্র: দ্য ইয়ং ভিশন