AdSpot-1

Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN

লেখক: ইংরেজি শিক্ষক
প্রকাশিত হয়েছে: ৯ মাস আগে
Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN

Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN : প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই পোস্টে আমরা ৯ম শ্রেণির ইংরেজি বিষয়ের Opinion Matters অধ্যায়ের Activity 1.2.1. এর Text-1 (Bangabandhu’s speech at the United Nations) লেসনটি পড়বো।

এই লেসনের Activity
– Read the text (টেক্সটটি পড়)
– List the facts described in the text (টেক্সটে বর্ণিত fact গুলোর তালিকা তৈরি করো)
– List writers’ opinions on the topic (টেক্সটে বর্ণিত opinion গুলোর তালিকা তৈরি করো)
– Write about how writers’ opinions influence your thoughts (লেখকের মতামত কিভাবে তোমাকে প্রভাবিত করেছে তা লেখো)

Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN Text Lecture :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় উপস্থাপিত ভাষণটি হচ্ছে এই লেসনটির বিষয়বস্তু। তোমাদের বোঝার সুবিধার্থে ইংরেজি টেক্সটের বাংলা অর্থসহ দেয়া হলো।

Text-1

As Bangalees (বাঙালি হিসেবে) Bangabandhu’s speech at the United Nations Assembly (জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণটি) is a matter of great pride for us (আমাদের জন্য অত্যন্ত গর্বের).

On September 25th 1974 (১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর), Bangabandhu delivered his historic speech (বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন) during the 29th session of the United Nations General Assembly (জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে), just a week after (যার মাত্র এক সপ্তাহ আগে), Bangladesh became a member of the UN (বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে).

The president of the UN (জাতিসংঘের প্রেসিডেন্ট) welcomed Bangabandhu Sheikh Mujibur Rahman (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাগত জানান) to address the General Assembly (সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার জন্য).

He started his speech by saying (তিনি তাঁর ভাষণ শুরু করেন এভাবে), “Today as I stand before this Assembly (আজ আমি এই অধিবেশনে উপস্থিত হয়েছি), I share with you profound satisfaction that (আমি গভীর সন্তুষ্টির সাথে আপনাদের জানাচ্ছি যে) the 75 million people of Bangladesh (বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষ) are now represented in this Parliament of Man (এই মানবজাতির এই পার্লামেন্টে এখন প্রতিনিধিত্ব করছে)”.

This speech is remarkable in the history of Bangladesh (বাংলাদেশের ইতিহাসে এই ভাষণটি উল্লেখযোগ্য) for primarily two reasons (প্রধানত দুই কারণে).

Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN (প্রথমত, এটা ছিল জাতিসংঘে দেয়া প্রথম বাংলা ভাষণ).

Secondly, it introduced fresh ideas and policies (দ্বিতীয়ত, ভাষণটিতে নতুন ধারণা ও নীতির সাথে পরিচয় করিয়ে দেয়া হয়) aimed at building a brave new world (যার লক্ষ্য হচ্ছে একটি সাহসী নতুন পৃথিবী গড়ে তোলা), free of economic inequalities, social injustice, military aggression and threats of nuclear war, যেখানে থাকবে না অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন এবং পারমাণবিক যুদ্ধের হুমকি).

List of facts found in the text

এবার text-টি থেকে চিহ্নিত Fact গুলো দেখে নেয়া যাক।

– On September 25th 1974, Bangabandhu delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly, just a week after, Bangladesh became a member of the UN.

– The president of the UN welcomed Bangabandhu Sheikh Mujibur Rahman to address the General Assembly.

– He started his speech by saying, “Today as I stand before this Assembly, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this Parliament of Man.”

List of Opinions found in the text

এবার text-টি থেকে চিহ্নিত Opinion গুলো দেখে নেয়া যাক।

– As Bangalees Bangabandhu’s speech at the United Nations Assembly is a matter of great pride for us.

– This speech is remarkable in the history of Bangladesh for primarily two reasons.

– Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN.

– Secondly, it introduced fresh ideas and policies aimed at building a brave new world, free of economic inequalities, social injustice, military aggression and threats of nuclear war.

How writers’ opinions influence us

SLWriters’ opinion regarding the textHow writers’ opinion influenced me to develop my opinion about the text
1As Bangalees Bangabandhu’s speech at the United Nations Assembly is a matter of great pride for us.লেখক এখানে বলতে চাচ্ছেন, জাতিসংঘে বঙ্গবন্ধুর দেয়া ভাষণটি সকল বাঙালির জন্য গর্বের। এই বক্তব্য টেক্সটির বিষয়বস্তু সম্পর্কে আমাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে, বাঙালি পাঠক হিসেবে আমাদেরকে টেক্সেটের সাথে সংযুক্ত করে এবং ভাষণটি সম্পর্কে আরো জানার জন্য উদ্বুদ্ধ করে।

উত্তরটি এমন হতে পারে: This statement creates a positive feeling about the text. It connects the text with the Bengali readers. It also inspires us to proceed with the text to learn more about the speech.
2This speech is remarkable in the history of Bangladesh for primarily two reasons.লেখক বলছেন, প্রধানত দু’টি কারণে এই ভাষণটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এই বক্তব্য ভাষণটির বিষয়ে আমাদের গভীরভাবে চিন্তার করতে উদ্বুদ্ধ করছে এবং লেখকের যুক্তির প্রতি পাঠকের মনোযোগ আকর্ষণ করছে।
 
উত্তরটি এমন হতে পারে: This statement prompts us to think deeply and analyze the speech. It also draws the reader’s attention to the writer’s argument.
3Firstly, it marked the first time a speech was delivered in Bangla at the UN.লেখক এখানে বলছেন, ভাষণটি ঐতিহাসিক, কেননা, প্রথমত এটি জাতিসংঘে বাংলা ভাষায় দেয়া প্রথম কোনো ভাষণ। এই বক্তব্যটি আমাদের ভাবতে সাহায্য করে যে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের মতো উচ্চপর্যায়ের আন্তর্জাতিক একটি সম্মেলনে বাংলা ভাষায় বক্তব্য প্রদানের ঘটনা বাঙালিদের জন্য একটি গর্বের বিষয়। এছাড়া, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর নিজের ভাষাকে বিশ্ব দরবারে সম্মানের সাথে উপস্থাপনে বঙ্গবন্ধু একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন।

উত্তরটি এমন হতে পারে: This statement help us feel that Addressing an international conference such as the United Nations General Assembly in Bengali is a source of pride for us. Moreover, following Bangladesh’s independence, Bangabandhu made a courageous decision to represent his language with dignity on the world stage.
4Secondly, it introduced fresh ideas and policies aimed at building a brave new world, free of economic inequalities, social injustice, military aggression and threats of nuclear war.লেখক বলছেন, বঙ্গবন্ধুর ভাষণে ছিল একটি নতুন পৃথিবীর স্বপ্ন, যেখানে থাকবে না কোনো অর্থনৈতিক বৈষম্য, সামাজিক অবিচার, সামরিক আগ্রাসন বা পারমাণবিক যুদ্ধের হুমকি।
 
আমরা অনুধাবন করতে পারছি যে, বঙ্গবন্ধু বিশ্বের প্রধান প্রধান চ্যালেঞ্জগুলো উল্লেখ করেছেন। তাঁর ভাষণে তিনি আশার বাণী শুনিয়েছিলেন। সমস্যাগুলোর ইতিবাচক সমাধানে আগ্রহ প্রকাশ করেছিলেন।
 
উত্তরটি এমন হতে পারে: We understand that Bangabandhu addressed the major global challenges. He delivered a message of hope and expressed his interest in finding positive solutions to these global issues.
Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN

Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN Video Lecture

Class 9 English Activity 1.2.1 Bangabandhu at the UN

গুরুত্বপূর্ণ লিংক
– Class 9 English – এর সকল পোস্ট পড়তে ক্লিক করো।
– Class 9 English – এর সকল ভিডিও লেকচার দেখতে ক্লিক করো।
– Class 9 English – এর পাঠ্যবই পড়তে ক্লিক করো।
– জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও দেখতে ক্লিক করো।
– কপিরাইট ©agdum.com

Comment here. (Refresh the page, if not working)
AdSpot-4
AdSpot-5
AdSpot-7
আমার ক্লাসের পড়া
খুঁজে দেখি
AdSpot-6