১০ম শ্রেণির বোর্ড পরীক্ষা-য় পূর্ববর্তী এসএসসি বা সমমানের পরীক্ষার মতো নম্বর ভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা আর থাকছে না।
নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণের লক্ষ্যে গঠিত কমিটির এক সভায় ১০ম শ্রেণির পরীক্ষার বিষয়ে প্রাথমিকভাবে কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রাথমিকভাবে উল্লিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে:
– ১০ম শ্রেণির পরীক্ষা কেবল ১০ম শ্রেণির পাঠ্যবইয়ের ওপর গ্রহণ করা হবে। পূর্বের মতো ৯ম ও ১০ম শ্রেণির পাঠ্যবইয়ের সমন্বয়ে কোনো পরীক্ষা হবে না।
– এই পরীক্ষায় প্রতিটি বিষয়ের শতকরা ৫০ ভাগের মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তবে, লিখিত পরীক্ষার ধরন পূর্বের মতো মুখস্থ-নির্ভর হবে না।
– শিক্ষার্থীরা ক্লাস থেকে যেসব অভিজ্ঞতা অর্জন করবে, সেগুলোই পরীক্ষায় সৃজনশীল উপায়ে লিখবে।
– বাকি শতকরা ৫০ ভাগের মূল্যায়ন হবে হাতে-কলমে কাজের মাধ্যমে।
– প্রদর্শন, অনুসন্ধান, উপস্থাপন, মডেল তৈরি, পরিকল্পনা প্রণয়ন, পরীক্ষণ প্রভৃতি বিষয়ে হাতে–কলমের মূল্যায়ন করা হবে।
– প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে এক কর্মদিবসের মধ্যে। বিরতি দিয়ে সর্বোচ্চ পাঁচ ঘণ্টায় এই মূল্যায়ন সম্পন্ন হবে। লিখিত পরীক্ষা এক ঘণ্টা থেকে দুই ঘণ্টা সময়ের ভেতরে হতে পারে।
কারিকুলাম শব্দের বাংলা হচ্ছে শিক্ষাক্রম। নির্দিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা কী কী জ্ঞান ও দক্ষতা অর্জন করবে তার রূপরেখা হলো কারিকুলাম বা শিক্ষাক্রম।
নতুন কারিকুলামে প্রচলিত পরীক্ষা পদ্ধতি বাতিল করা হয়েছে এবং শিখনকালীন মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে।
নতুন ব্যবস্থায় ক্লাসে পাঠদানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা উপকরণ ব্যবহার করে লেখাপড়াকে আনন্দময় করে তোলার ওপর জোর দেয়া হয়েছে।
মাধ্যমিক স্তরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ বিলুপ্ত করা হয়েছে এবং একমুখী শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হয়েছে।
অভিজ্ঞতাভিত্তিক সক্রিয় শিখন প্রক্রিয়ার আলোকে নতুন কারিকুলাম প্রণীত হয়েছে।
পূর্ববর্তী পরীক্ষাভিত্তিক মূল্যায়নে শিক্ষার্থীরা জ্ঞান ও দক্ষতা অর্জনের চেয়ে বেশি নম্বর প্রাপ্তি বা জিপিএ-৫ এর প্রতি বেশি মনোযোগী ছিল।
কিন্তু নতুন মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের সারা বছরের এসাইনমেন্ট, প্রজেক্ট, গ্রুপ ওয়ার্ক, পোস্টার প্রদর্শনী প্রভৃতি কাজের মূল্যায়ন করা হবে।
সকল শ্রেণির পরীক্ষা বিষয়ক পোস্ট পেতে ক্লিক করুন।
বিস্তারিত জানতে এনসিটিবি-এর ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।